বুধবার - ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১২ কেজি সিলিন্ডার একলাফে বাড়ল ২৬৬ টাকা

বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার এ দাম ঘোষণা করা হয়। আজ সন্ধ্যা থেকেই ঘোষিত নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে বিইআরসির পক্ষ থেকে।

এর আগে, গত ২ জানুয়ারি ১২ কেজি এলপিজির দাম ৬৫ টাকা কমানো হয়, দাম ছিল ১ হাজার ২৩২ টাকা। তার আগে ডিসেম্বরে ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।
চলতি মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৮ টাকা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email