মঙ্গলবার - ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

‘টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারি’

ক্রিকেটের মানদণ্ড দিসেবে বিবেচিত টেস্টে এখনও শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। গত এক দশক ধরে ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে টাইগাররা।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট তথা টি-টোয়েন্টিতে ভালো খেলার ব্যাপারে আশাবাদী ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পাপন বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারব। তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই—এরপরেও ওরা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে, এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’

শ্রীলংকার বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করে বাংলাদেশ মাত্র ৩ রানের জন্য হেরে যায়। ম্যাচে হারলে টাইগারদের অবিশ্বাস্য লড়াইয়ে মুগ্ধ পুরো দেশের মানুষ।

গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৬৫ রানে থামিয়ে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজে (১-১) সমতায় ফিরে বাংলাদেশ দল।

শনিবার সিরিজের শেষ আর ‘অঘোষিত‘ ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email