বুধবার - ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলেদের বড়শিতে আটকে ছিল যুবকের লাশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নদী সাঁতরে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে মো. ফাহিম মিয়া (২০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। জেলেদের বড়শিতে আটকা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বুধবার রাতে চরআলগী ইউনিয়নের নাককাটা চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম মিয়া উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের তারাটিয়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম মিয়া পেশায় রাজমিস্ত্রি। ফাহিমসহ তার সহযোগী দুই রাজমিস্ত্রি আহমদ ও জাহাঙ্গীরকে নিয়ে সকাল থেকে সারা দিন কাজ করেন নাককাটা চরএলাকায়। কাজ শেষে তারা তিনজন বিকাল সাড়ে ৫টার দিকে ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে তারাটিয়া গ্রামে তাদের বাড়িতে আসার জন্য সাঁতার দেন।

মাঝ নদীতে ফাহিম মিয়া তলিয়ে যান। সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে এলাকাবাসী নিখোঁজ হওয়ার স্থান থেকে সামান্য দূরে ব্রহ্মপুত্র নদ থেকে ফাহিম মিয়ার লাশ উদ্ধার করা হয়। ওই এলাকায় মাছ ধরার জন্য জেলেদের ফেলে রাখা বড় বড়শিতে আটকে ছিল ফাহিম মিয়ার লাশ।

স্থানীয় পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, বিষয়টি দুঃখজনক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email