বুধবার - ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাচ্চি ভাই কেএফসি ডমিনোজ পিৎজাকে জরিমানা

হোটেল রেস্তোরাঁয় অভিযানের অংশ হিসাবে বুধবার রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এ সময় ফায়ার সেফটি না থাকায় এবং আবাসিক ভবনে রেস্টুরেন্ট করায় কেএফসি, ডমিনোজ পিৎজা, সিক্রেট রেসিপিসহ চার রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। অভিযানে অনিয়ম ধরা পড়ায় কেএফসি, ডমিনোজ পিৎজা, সিক্রেট রেসিপিকে দুই লাখ টাকা করে এবং চায়না ল্যান্ড নামের আরেক রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে খিলগাঁওয়ে অভিযান শুরু করেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত। তারা দেখতে পান, অধিকাংশ ভবন ও রেস্তোরাঁ নিয়ম লঙ্ঘন করে গড়ে তোলা হয়েছে। কোনোটিতেই নেই ফায়ার সেফটি ও বিকল্প সিঁড়ি। অভিযানে রেস্তোরাঁ পরিচালনা করার অনুমোদনের কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তা দেখাতে না পারায় তাদের জরিমানা করার পাশাপাশি সব কাগজপত্র নবায়নের জন্য এক মাসের সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। আর এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

কামরুল ইসলাম বলেন, কেএফসি ও ডমিনোজ পিৎজায় ফায়ার সেফটি ও ভবনে বিকল্প কোনো সিঁড়ি পাওয়া যায়নি। রেস্তোরাঁ তৈরি করা হয়েছে আবাসিক ভবনে। রেস্তোরাঁ মালিকদের পাশাপাশি ভবন মালিকদেরও দ্রুত শাস্তির আওতায় আনা হবে বলে জানান রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকা ও নানা অনিয়মের কারণে গুলশানের কাচ্চি ভাই ও ধানসিঁড়ি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে গুলশান ও বনানী এলাকায় চালানো ওই অভিযানে আরও দুই রেস্তোরাঁ ও এক প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email