ডেস্ক নিউজ:
১৭ সেপ্টেম্বর
রাজধানীতে পরিচালিত এক অভিযানে নৃত্যশিল্পী মো. সাগরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বিরুদ্ধে মোল্লা হায়দার আজম নামে ধর্মীয় ব্যক্তির মানহানির অভিযোগে ১২ জুন মুন্সিগঞ্জে মামলা দায়ের করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ সূত্র।
অভিযোগে বলা হয়েছে, সাগরের বোন জান্নাতুল ফেরদৌস দীর্ঘদিন ধরে একটি ব্যক্তিগত ব্লগে ধর্মীয় বিদ্বেষমূলক লেখা প্রকাশ করে আসছিলেন। এলাকাবাসীর দাবি, তাদের পরিবারকে নাস্তিক বলে অভিযুক্ত করা হয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে ধর্মবিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগও ওঠে।
তবে সাগর ও ফেরদৌসের এক ঘনিষ্ঠ আত্মীয় অভিযোগ করেছেন, সাগরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, “তাদের নাচের স্কুলটি পুড়িয়ে দেওয়া হয়েছে, এখন তারা নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।” তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, “এমন দেশ কি আমরা চেয়েছিলাম?”
মানবাধিকার সংগঠন অধিকার-এর আইনজীবী রফিক হায়দার বলেন, “মো. সাগরকে আইনগত প্রক্রিয়া না মেনে গ্রেফতার করা হয়েছে। তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
এদিকে, মামলার অপর আসামি জান্নাতুল ফেরদৌস এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আনন্দ বাংলা টিভি/ এফ এ