বুধবার - ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউএনও-ডিসিরাই মনে হয় দেশটার মালিক

আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেছেন, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনেক এলাকায় রাজত্ব চালাচ্ছেন। এসব সরকারি কর্মকর্তাদের ভাবটা এমন যেন তাদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে এবং জনপ্রতিনিধিরা অবাঞ্চিত ব্যক্তি।

তিনি আরও বলেন, আমরা ইউএনও ও সরকারি কর্মকর্তাদের দয়ায় চলছি। বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন ইউএনও, ডিসি, তারাই মনে হয় দেশটার মালিক। তারা যা করে সেটাই চলে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দবিরুল ইসলাম সরকারি ত্রাণ বিতরণের জন্য জনপ্রতিনিধি দেওয়া হয় না দাবি করে বলেন, একটা কম্বল, সরকারি ত্রাণ পর্যন্ত আমরা দিতে পারি না। আমরা চাই, তারা (সরকারি কর্মকর্তা) দয়া করে বলে একটা স্লিপ দিয়ে লোকটারে পাঠিয়ে দিন আমি কম্বলটা দিয়ে দেব। এই হচ্ছে আমাদের অবস্থা।

তিনি আরও বলেন, আমরা কিছু চাইলে, কোন কাজ করতে বললে, কোন লোক পাঠালে আমাদের কথা শোনা হয় না। শুধু আমি না, এই সংসদে অনেকই আছেন যাদের এলাকায় সরকারি কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি। বাস্তবে প্রকৃত ক্ষমতার মালিক তারাই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email