বুধবার - ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্যশ্রাবক জ্ঞানীশ্বর মহাস্থবির, কর্মবীর সত্যপ্রিয় মহাস্থবিরের স্মৃতি জয়ন্তী, বুদ্ধমূর্তি দান স্কলারশীপ বিতরণী

আর্যশ্রাবক জ্ঞানীশ্বর মহাস্থবির, কর্মবীর সত্যপ্রিয় মহাস্থবিরের
স্মৃতি জয়ন্তী, বুদ্ধমূর্তি দান স্কলারশীপ বিতরণ
নগরীর পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উদ্যোগে মহাযোগী আর্যশ্রাবক জ্ঞানীশ্বর মহাস্থবির, উপসংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাস্থবিরের স্মরণে স্মৃতি জয়ন্তী, চীবর, বুদ্ধমূর্তি দান ও সূবর্ণভূমি ইন্টারন্যাশনাল স্কলারশীপ বিতরণী ২দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান গত ৭ এপ্রিল বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সকাল ৯টায় অষ্টপরিষ্কারসহ সংঘদান ও ১০০ ভিক্ষুকে বুদ্ধমূর্তি ও চীবর দানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা উপ-সংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান সদ্ধর্মদেশক ছিলেন মায়ানী তথাগত বিদর্শনরাম ও ত্রিপিটক গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শাসনবংশ মহাস্থবির। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন উখিয়া পাতাবাড়ি আনন্দ ভবন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাস্থবির, প্রজ্ঞামিত্র ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা পরিবেশের প্রধান পরিচালক ভদন্ত শীলমিত্র স্থবির, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির মহাসচিব ভদন্ত এস. ধর্মতিলক স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও দৈনিক আনন্দ বার্তার সম্পাদক জে.বি.এস আনন্দবোধি থেরো। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন নব পন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক ড. উপাননন্দ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবির, ঢেমশা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলানন্দ মহাস্থবির, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব এম. বোধিমিত্র মহাস্থবির, সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব ভদন্ত বিপুলসেন মহাস্থবির, সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির মহাসচিব ভদন্ত জিনরতন মহাস্থবির, সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদ-এর মহাসচিব ভদন্ত শরণসেন মহাস্থবির, চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপিকা স্বাতীলিখা বড়ুয়া। বিকাল ২টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ড. ভদন্ত শীলানন্দ মহাস্থবির। উদ্বোধক ছিলেন কানাডা- কম্বোডিয়ান বৌদ্ধ বিহারের সহকারী পরিচালক, পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উপ-সংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাস্থবিরের প্রিয়তম শিষ্য আনন্দপ্রিয় স্থবির। সম্মানিত অতিথি ছিলেন থাইল্যান্ডের ধর্মাঙ্কুর বিহারের উপাধ্যক্ষ ফ্রাক্রুসাংকারাক কামুনচাই ইন্নাসুবানু মহাথেরো, উপাধ্যক্ষ ফ্রা আজহান সুম্মাই পানয়েধিপু মহাথেরো। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের অধ্যক্ষ সদ্ধর্মকোবিদ ভদন্ত এস. লোকজিৎ মহাস্থবির। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অতীশ দীপংকর হলের প্রভোস্ট ড. জ্ঞানরতœ মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক হোমিওহলের স্বত্ত্বাধিকারী ও সমাজসেবী লায়ন ডা. মৃদুল চৌধুরী।
সভায় বক্তারা বলেন, মহাযোগী আর্যশ্রাবক জ্ঞানীশ্বর মহাস্থবির ও উপ-সংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাস্থবির ছিলেন বৌদ্ধ ধর্মের সাহসী সিদ্ধ পুরুষ। তারা আজীবন সদ্ধর্মের প্রচারে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব ছিলেন। তাদের পদাংক অনুসরণ করে সদ্ধর্মের সেবায় আত্মনিয়োগ করে সকলকে সামনে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ৩০০ জন দরিদ্র, অনাথ ও মেধাবী সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল স্কলারশীপ ২০২৩ বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email