সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউক্রেনের ক্রামতোর্স্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

ইউক্রেনের দক্ষিণ-পূর্বের দোনেৎস্কের ক্রামতোর্স্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন তিনজন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও ১০০ জনকে। এ তথ্য জানিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএনের।

পুলিশ কর্মকর্তা জানান, এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, রুশ সেনারা ইস্কান্দার-কে ক্ষেপণাস্ত্র দিয়ে শহরের আবাসিক এলাকায় হামলা চালায়। এতে অন্তত আটটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এ হামলায় ২০ জন আহত হয়েছেন। এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

ধ্বংস হওয়া ভবনে বসবাসকারী লোকদের আশ্রয়ের জন্য স্থানীয় একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email